বিমূর্ত এই রাত্রি আমার

বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাদর।
সেই চাদরের ভাজে ভাজে নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

কামনার গোলাপ রাঙা সুন্দর এই রাত্রিতে
নীরব মনের বর্ষা, আনে শ্রাবণ, ভাদর।
সেই বরষায় ঝড়ো ঝরে নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

ঝরে পড়ে ফুলেরমত মিষ্টি কথার প্রতিধ্বনি,
ছড়ায় আতর, যেন ছড়ায় আতর।
পরিধিহীন শংকামুখি নির্মল অধর
কম্পন কাতর, কম্পন কাতর।

নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে থাক না বাধার পাথর।
কোমল আঘাত, প্রতি-আঘাত, রাত্রি নিথর কাতর।

দূরের আর্তনাদের নদীর ক্রন্দন কোন ঘাটের
ভ্রূক্ষেপ নেই, পেয়েছি আমি আলিঙ্গনের সাগর।
সেই সাগরের স্রোতেই আছে নি:শ্বাসেরই ছোঁয়া,
আছে ভালবাসা, আদর।

Comments

Popular posts from this blog

মেঘ থম থম করে কেউ নেই নেই

আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা

শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে