বিমূর্ত এই রাত্রি আমার
বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাদর।
সেই চাদরের ভাজে ভাজে নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।
কামনার গোলাপ রাঙা সুন্দর এই রাত্রিতে
নীরব মনের বর্ষা, আনে শ্রাবণ, ভাদর।
সেই বরষায় ঝড়ো ঝরে নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।
ঝরে পড়ে ফুলেরমত মিষ্টি কথার প্রতিধ্বনি,
ছড়ায় আতর, যেন ছড়ায় আতর।
পরিধিহীন শংকামুখি নির্মল অধর
কম্পন কাতর, কম্পন কাতর।
নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে থাক না বাধার পাথর।
কোমল আঘাত, প্রতি-আঘাত, রাত্রি নিথর কাতর।
দূরের আর্তনাদের নদীর ক্রন্দন কোন ঘাটের
ভ্রূক্ষেপ নেই, পেয়েছি আমি আলিঙ্গনের সাগর।
সেই সাগরের স্রোতেই আছে নি:শ্বাসেরই ছোঁয়া,
আছে ভালবাসা, আদর।
Comments
Post a Comment