আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা
D#
আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা
আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো
যদি দিতে পার প্রতিদান যা কিছু চাও হোক অমূল্য পেতেই পার!!!
উত্তরমেরু হতে দক্ষিণমেরু যত মানুষ আছে
পশ্চিম হতে ওই পুর্ব দিগন্তে মানুষ আছে
একই রক্ত মাংসে গড়া, প্রেমপ্রীতিতে হৃদয় ভরা
সেই মানুষে কেনো তোমরা ভিন্ন করো???
ভেদা-বেদ সৃষ্টি করো......!!!
জন্ম হতে ওই মৃত্যুবধি তুমি হিসাব করো
এই পৃথিবীর ধর্ম যত তুমি বিচার করো
দেখবে সেথায় একই কথা উর্দ্ধে সবার মানবতা
সেই কথাটাই বলে সবাই বড়াই করো
আবার কেনো লড়াই করো ???
এই দুনিয়া হয় নিঃসৃষ্টি, স্রষ্টা ছাড়া
একই সুর্যের আলোয় সবার দৃষ্টি ভরা
একই মেঘ আর বৃষ্টিতে আল্লাহ তায়ালার সৃষ্টিতে
সকল মানুষ বেঁচে আছি যদি ধরো।
তবে কেনো গরব করো ???
আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো
যদি দিতে পার প্রতিদান যা কিছু চাও হোক অমূল্য পেতেই পার!!!
উত্তরমেরু হতে দক্ষিণমেরু যত মানুষ আছে
পশ্চিম হতে ওই পুর্ব দিগন্তে মানুষ আছে
একই রক্ত মাংসে গড়া, প্রেমপ্রীতিতে হৃদয় ভরা
সেই মানুষে কেনো তোমরা ভিন্ন করো???
ভেদা-বেদ সৃষ্টি করো......!!!
জন্ম হতে ওই মৃত্যুবধি তুমি হিসাব করো
এই পৃথিবীর ধর্ম যত তুমি বিচার করো
দেখবে সেথায় একই কথা উর্দ্ধে সবার মানবতা
সেই কথাটাই বলে সবাই বড়াই করো
আবার কেনো লড়াই করো ???
এই দুনিয়া হয় নিঃসৃষ্টি, স্রষ্টা ছাড়া
একই সুর্যের আলোয় সবার দৃষ্টি ভরা
একই মেঘ আর বৃষ্টিতে আল্লাহ তায়ালার সৃষ্টিতে
সকল মানুষ বেঁচে আছি যদি ধরো।
তবে কেনো গরব করো ???
গানটি গীতিকার ও সুরকারের নাম কি দেওয়া যাবে?
ReplyDeleteলোকমান হোসেন ফকির
Deleteজন্মস্থানঃ নিকরাইল, ভূঞাপুর,টাঙ্গাইল।
Play the song
ReplyDelete