একখানা মেঘ ভেসে এল আকাশে
একখানা মেঘ ভেসে এল আকাশে
একঝাঁক বুনোহাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে
সেকি আসে আমি যারে বেসেছি ভালো।
একঝাঁক বুনোহাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে
সেকি আসে আমি যারে বেসেছি ভালো।
এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে
শরমে রাঙে মন কেন কে জানে
ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা
একমুঠো অনুরাগে মন ভরালো।।
শরমে রাঙে মন কেন কে জানে
ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা
একমুঠো অনুরাগে মন ভরালো।।
আমি এক যোগ্য মহানগরীর
যারে ডাকি কেন তার পাইনা সাড়া
চোখে তাই ঝরঝর বৃষ্টি ধারা
যারে ডাকি কেন তার পাইনা সাড়া
চোখে তাই ঝরঝর বৃষ্টি ধারা
ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা
এসময়ে ভালো আর লাগেনা একা
বাতাসের হাতে আজ পেলাম চিঠি
বিরহের কথা মেঘ লিখে পাঠালো।।
What is casino? - JS Hub
ReplyDeleteThere 경기도 출장마사지 are several sites 제주 출장샵 for Casino 김해 출장안마 games, but the majority 제주도 출장샵 of them 강원도 출장샵 are for beginners. Casino.lv - Casino.lv, formerly Casino.lv, is a