এই বৈশাখ জলন্ত অরুন

এই বৈশাখ জলন্ত অরুন
এই বৈশাখ দুরন্ত তরুন
পুরোনো কতো শত নব বরষের
খসে পড়ে যাওয়া মুল্যবোধের
সমাধি খুড়ে খুড়ে
হাড়গোড় বের করে
অস্ত্রবানিয়ে তবে লয় নিশ্বাস
কেউ বুঝি হেসে হেসে শোষন সেনানীর করছে বিনাশ।।


পুরোনো বোশেখ ক্লান্ত ছিলো 
পুরোনো চিন্তা শান্ত ছিলো 
এবার বোশেখ যেন মাতাল দুরন্ত
স্থির করেছে এক তরুন দুরন্ত
মৃত্যুকে সখা ভেবে রাঙ্গিয়ে ফাগুন
বৈশাখে উকি দেয় নিঠুর শকুন।।

দেশের মাটিতে তার দুরচরণ আছে
কালো কালো কেশ যেন ছুয়েছে আকাশ
দুই বাহু মেলে সে ছিড়ে আনে তারা
কণ্ঠে যুক্তির মুক্ত প্রকাশ
আকাশ ঢালে নব নব বারিধারা
বাজে ঢোল নাচে দুরন্ত তরুন।।

“ভুপেন হাজারিকা”


Comments

Popular posts from this blog

মেঘ থম থম করে কেউ নেই নেই

আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা

শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে