বিস্তির্ণ দুপাড়ের অসংখ্য মানুষের

বিস্তির্ণ দুপাড়ের অসংখ্য মানুষের হাহাকার শুনেও
নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন।।

নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও
নির্লজ্জ অলস ভাবে বইছো কেন
সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে
লক্ষ জনেরে সবল সংগ্রামী আর
অগ্রগামী করে তোল না কেন।।

জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্য বিহীন নাগরিকের
নেত্রী বিহনতায় মৌন কেন
সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে
লক্ষ জনেরে সবল সংগ্রামী আর
অগ্রগামী করে তোল না কেন।।

ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক
সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত
তবে শিথিল সমাজকে ভাঙ্গনা কেন
সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে
লক্ষ জনেরে সবল সংগ্রামী আর
অগ্রগামী করে তোল না কেন।।

স্রোতষিনী *** ****
তুমি নিশ্চয় জান্নবী নও
তাহলে প্রেরণা দাও না কেন
উন্মত্তধরার কুরুক্ষেত্রের শরশয্যাকে আলিঙ্গন করা
লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন।।

Comments

Popular posts from this blog

মেঘ থম থম করে কেউ নেই নেই

আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা

শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে